ভাঙ্গায় সড়কে ককটেল বিস্ফোরণ-ট্রাকে আগুন, আটক ৩৭
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৮:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ডাকা ২৪ ঘণ্টা হরতালের সূত্র ধরে রোববার ভোর ৫টার সময় ভাঙ্গা পৌরসভার সামনে সড়কে ১টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। সেখান থেকে আরও ২টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। সকাল ৭টার সময় কৈডুবী পেট্রলপাম্পে রাখা ১টি ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকা-খুলনা মহাসড়কের বিশ্বরোড এলাকা থেকে নাশকতার অভিযোগে বিভিন্ন জেলার বিএনপি ও জামায়াতের ৩৭ নেতাকর্মী আটক করা হয়েছে।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম জানান, ঢাকা-খুলনা মহাসড়কের বিশ্বরোড মোড়ে এলাকা থেকে বিএনপি জামায়াতের ৩৭ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া পৌরসভার সামনে একটি ককটেল ফাটিয়েছে পালিয়ে যায় বিএনপি জামাতের নেতাকর্মীরা। সেখান থেকে ২টি তাজা ককটেল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদী পেট্রলপাম্পে রাখা একটা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। তবে আগুন দিয়েই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তখন স্থানীয়রা বালু ও পানি দিয়ে নিভিয়ে ফেলে।
এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, নাশকতার অভিযোগে বিভিন্ন জেলার বিএনপি-জামায়াতের ৩৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সড়কে ১টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বিএনপি নেতাকর্মীরা। ঘটনাস্থল থেকে ২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।
