Logo
Logo
×

সারাদেশ

শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনালেন মুক্তিযোদ্ধারা

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৫:৩৭ পিএম

শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনালেন মুক্তিযোদ্ধারা

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ময়মনসিংহে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩০ জন শিক্ষার্থীকে যুদ্ধকালীন বীরত্বগাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধারা। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক উপসচিব ড. মোহাম্মদ নূরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম, জেলা শিক্ষা অফিসার মোহসিনা খাতুন, সহকারী কমিশনার এসএম নাজমুস ছালেহীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠতম অর্জন। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে।

এ সময় মুক্তিযুদ্ধের রণাঙ্গনের অভিজ্ঞতা বর্ণনা করে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন- বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম