রেললাইন পাহারায় আ.লীগ নেতাকর্মীরা
পাগলা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ডাকা তিন দিনের অবরোধের নাশকতা ঠেকাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রেলপথে পাহারা বসিয়েছেন। রোববার রাত থেকে তারা ঢাকা-গফরগাঁও-ময়মনসিংহ রেলপথের লংগাইর অংশের প্রায় ৪ কিলোমিটার এলাকায় পাহারা বসিয়েছেন।
সরেজমিন দেখা যায়, লংগাইর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঢাকা-গফরগাঁও-ময়মনসিংহ রেলপথের গোলাবাড়ি ও হাওয়াখালি গ্রামের কমপক্ষে ১০টি স্থানে পাহারা ক্যাম্প বসিয়েছে। চলছে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পের মোটরসাইকেল মহড়া। এ রেলপথের নাশকতা ঠেকাতেই চলছে রাতদিন পাহারা।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও স্থানীয় এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশনা অনুযায়ী এ পাহারা বসানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান বলেন, জানমাল রক্ষায় নাগরিকদের সহায়তা নেওয়ার কথা আইনেই বলা আছে। এটি আইনসিদ্ধ।
স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, গত ১০ বছর ধরে এ উপজেলার সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াত জোটের জ্বালাও-পোড়াও, ধ্বংসাত্মক রাজনীতির মিটিং-মিছিলসহ সব ধরনের কর্মকাণ্ড প্রতিহত করেছে। ভবিষ্যতেও যাতে এ উপজেলায় বিএনপি-জামায়াত অপশক্তি জনগণের জানমালের ক্ষতিকর কোনো অপতৎপরতা চালাতে না পারে সেজন্য আওয়ামী লীগ দলীয় সব নেতাকর্মী, সমর্থক এবং জনগণকে ঐক্যবদ্ধ করে এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
