স্মার্ট বাংলাদেশ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী খালিদ
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্মার্ট বাংলাদেশ গঠনে এবং শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে এ দেশের যুবকদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।
ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষে লি শেষে যুবকদের মাঝে চেক বিতরণ কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। দক্ষ যুব শক্তি তৈরি করতে আওয়ামী লীগ সরকার নানা ধরনের আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে। দেশের এসব উন্নয়ন অগ্রযাত্রা দেখে দেশ বিরোধীদের সহ্য হচ্ছে না। তারা দেশের মানুষ ভালো থাকুক তা চাই না। যেকোনো মূল্যে দেশের এই উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে এগিয়ে আসতে হবে এবং পুনরায় নৌকায় বিজয় নিশ্চিত করতে হবে। আর এটা এ দেশের যুবকদের দ্বারাই সম্ভব।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা চত্বর থেকে একটি লি বের করা হয়। লিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।
লি শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে যুবকের মাঝে চেক বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম রেজাউল করিম জিন্নাহ, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা খাদ্য কর্মকর্তা রেবেকা সুলতানা রুবী, আমরাও পারি যুব উন্নয়ন সংস্থার সভানেত্রী হাফিজা আক্তার রানী, ওসি আব্দুল মজিদ প্রমুখ।
