Logo
Logo
×

সারাদেশ

দেড় হাজার যাত্রী নিয়ে প্রথম পদ্মা সেতু পার হলো সুন্দরবন এক্সপ্রেস

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

দেড় হাজার যাত্রী নিয়ে প্রথম পদ্মা সেতু পার হলো সুন্দরবন এক্সপ্রেস

দেড় হাজার যাত্রী নিয়ে প্রথম পদ্মা সেতু পার হলো সুন্দরবন এক্সপ্রেস নামের একটি ট্রেন। বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা স্টেশনে পৌঁছে ৯টা ৪০ মিনিটে। এ সময় উচ্ছ্বসিত মানুষের মধ্যে আনন্দের বন্যা বইতে দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ট্রেনে করে পদ্মা সেতু পার হওয়ার জন্য সকালে কমলাপুর স্টেশনে যান। সেখান থেকে সকালে ট্রেনে করে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা এসে নেমে পড়েন। তারা আবার অনেকেই বাসে করে ঢাকায় ফিরেন। এ সময় দেখা যায়, ভাঙ্গা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে সিট না পেয়ে অনেকেই দাঁড়িয়ে ভ্রমণ করছেন।

যাত্রীরা জানান, এই প্রথম ট্রেনে করে ভ্রমণ করলাম। খুব আনন্দ লাগছে; যা মুখে বর্ণনা করা যাচ্ছে না। তবে দক্ষিণবঙ্গের মানুষ বেশি খুশি হয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান যাত্রীরা।

পদ্মা সেতু রেল প্রকল্পের সহকারী প্রকৌশলী খান মো. ইলিয়াস জানান, বুধবার রাত থেকে ভাঙ্গা রেলস্টেশনে অবস্থান করি। যেহেতু এই প্রথম পদ্মা সেতু পার হয়ে ট্রেন ঢাকা যাচ্ছে। তাই সব দিকে নজর রাখার জন্য এবং কারিগরি ত্রুটি যেন না হয় সুন্দরভাবে ঢাকা পৌঁছতে পারে এবং সকালে আবার খুলনার উদ্দেশ্যে রওনা হতে পারে। আলহামদুলিল্লাহ ঢাকা থেকে সুন্দরমতো পৌঁছেছে এবং সকালে ভাঙ্গা রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশে রওনা দিয়েছে। 

ভাঙ্গা রেলস্টেশন মাস্টার মো. হান্নান জানান, বুধবার রাতে ৮৬টি টিকিট বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে প্রায় দেড় হাজার যাত্রী নিয়ে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা থেকে খুলনার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছে সুন্দরবন এক্সপ্রেস। অনেক যাত্রী সিট না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন।

ভাঙ্গা রেল স্টেশন টিকিট মাস্টার মো. আরিফ হোসেন জানান, রাত ৩টা ৪৫ মিনিটে এই প্রথম সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। অনেকে দাঁড়িয়ে ঢাকা যাচ্ছিলেন এবং বৃহস্পতিবার সকালে সিট না পেয়ে অনেক যাত্রী দাঁড়িয়ে গন্তব্য স্থানে যাচ্ছেন। আবার অনেকে দাঁড়িয়ে আনন্দ ভ্রমণ করছেন।

ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম