যুগান্তরের সম্পাদক সাইফুল আলমের জন্মদিন গৌরীপুরে উদযাপিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ১১:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলমের জন্মদিন পালন করা হয়েছে। বুধবার সাইফুল আলমের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে হারুন পাঠাগারে কেককাটা, আলোচনা সভা ও সাইফুল আলমের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন- গৌরীপুর সাংবাদিক সমিতির সভাপতি ও চাঁদের হাট অগ্রদূত শাখার সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, ক্লাব ৯৭ উচাখিলা কেরামতিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মো. খায়রুল ইসলাম, গৌরীপুরের সভাপতি সুশান্ত সাহা প্রেমু, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার সহকারী মো. আল আমিন, গৌরীপুর হেল্পলাইনের গ্রুপ ক্রিয়েটর শফিকুল ইসলাম অপু, বিশিষ্ট ব্যবসায়ী আলী আজম, সোহেল রানা, হারুন মিয়া, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, কবি অনামিকা সরকার, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাহিত্য সম্পাদক গোপা দাস, স্বজন মাহমুদা আক্তার লিপি, আশিকুর রহমান রাজিব প্রমুখ।
