Logo
Logo
×

সারাদেশ

বেগমগঞ্জে একাধিক হত্যা মামলার আসামী গ্রেফতার

Icon

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৬:৩৯ এএম

বেগমগঞ্জে একাধিক হত্যা মামলার আসামী গ্রেফতার

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা কেন্দুরবাগ এলাকায় বারইচাতল গ্রামে অভিযান চালিয়ে দুই হত্যা মামলার ওয়ারেন্ট আসামী বাহারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত ৮টার সময় বিশেষ প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ বারইচাতল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার মো.বাহার একই এলাকায় আবু তাহের ওরপে হুক্কা মিয়ার ছেলে। 

বেগমগঞ্জ র‌্যাব ১১, সিপিসি কোম্পানীর কমান্ডার মাহমুদুল হাসান জানান, ২০১৪ সালে নাছির উদ্দিন নাসু হত্যা মামলার অন্যতম আসামী বাহার, সে মামলা হওয়ার পর থেকে গাঁ ঢাকা দিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মো.বাহার (৩৫) খুন, দাঙ্গা-হাঙ্গামাসহ এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যা ও নাশকতামূলক দুটি মামলার একটির ওয়ারেন্ট রয়েছে। ২০১৪ সালে নাছির উদ্দিন নাসু হত্যা মামলার অন্যতম আসামী সে। মামলা হওয়ার পর থেকে সে গাঁ ঢাকা দিতে অজ্ঞাত স্থানে ছিল। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তানন্তর করা হয়েছে। এবং আগামীকাল আসামিকে নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

হত্যা মামলা আসামি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম