চতুর্থ দফা অবরোধ: বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ
সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপিসহ সমমনা দলগুলোর সারাদেশে ডাকা চতুর্থ দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ বেশি রয়েছে। তবে যাত্রীর সংখ্যা কম বলে জানা গেছে।
এদিকে অবরোধের অন্যান্য দিন দূরপাল্লার যানবাহন চলাচল করতে না দেখা গেলেও এদিন দূরপাল্লার কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে মহাসড়কে দূরপাল্লার যানবাহনের চেয়ে আঞ্চলিক যানবাহনের চাপ বেশি লক্ষ্য করা গেছে। যাত্রী কম থাকায় বাসগুলোকে যাত্রীর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।
রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
শফিকুল নামের এক যাত্রী জানান, জরুরি কাজে বের হয়েছি। অন্যান্য দিনের মতো আজ বাস পেতে কোনো ভোগান্তির শিকার হতে হয়নি। আশা করছি, নির্বিঘ্নেই গন্তব্যস্থলে যেতে পারবো।
শাহিনুল ইসলাম নামের আরেক যাত্রী জানান, পরিবার নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়েছি। চট্টগ্রামের বাস কম থাকলেও বাস পেতে তেমন সমস্যা হয়নি।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, রোববার সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে আমরা মহাসড়কে কাজ করে যাচ্ছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এখনো পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। যেকোনো নাশকতা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
