রংপুরে অনার্স পড়ুয়া শিক্ষার্থীসহ দুজনের রহস্যজনক মৃত্যু
রংপুর ব্যুরো, মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১০:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের মিঠাপুকুর উপজেলার এক অনার্স পড়ুয়া শিক্ষার্থীসহ ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার রুপসী দামুয়া ও বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পৃথক দুটি ঘটনায় রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রূপসী বেকীপাড়া গ্রামের সেকান্দার আলীর ছেলে অনার্স পড়ুয়া শিক্ষার্থী সাফিন মিয়া শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন রোববার সকালে বাড়ির পাসে দামুয়া এলাকায় পুকুরপাড়ে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় সাফিনের মরদেহ দেখতে পায় এক কৃষক। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।
মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের দাবি তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা।
স্থানীয় কামরুজ্জামান ও ভুট্টু মিয়াসহ কয়েকজন জানান, শনিবার রাতে সাফিনকে কে বা কারা হত্যা করে গলায় রশি পেঁচিয়ে গাছের সঙ্গে ঝুলে রাখে। এ সময় তার হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্ত লেগে ছিল।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, রংপুরের সহকারী পুলিশ সুপারসহ ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
এদিকে সকালে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আশিকুর রহমান রাসেল (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ জানান, মোটরসাইকেলসহ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের বড়ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
