হাবিব হাসান, আফসার খান ও খসরু চৌধুরী, ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর উত্তরা তথা ঢাকা-১৮ আসন এলাকায় এবার মনোনয়ন নিয়ে তুমুল লড়াই শুরু হয়েছে। সবদিক বিবেচনায় এবার এ আসনে মনোনয়ন যুদ্ধে ঘুরে ফিরেই আসছে দুই নেতার নাম। এছাড়া বর্তমান এমপিও মনোনয়ন দৌড়ে শক্ত একটি অবস্থান নিতে পারেন। যদিও তিনি এরইমধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের অনেক নেতার পজেটিভ দৃষ্টিভঙ্গি হারিয়েছেন বলে কানাঘুষা চলছে।
জানা গেছে, উত্তরা-১নং কাউন্সিলর আফসার খান প্রয়াত সাহারা খাতুনের অনুসারীদের নিয়ে শক্তিশালী একটি অবস্থান তৈরি সক্ষম হয়েছেন। বর্তমান এমপির বিকল্প হিসেবে সমস্ত নেতাকর্মীরা আফসার খানকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে। অপরদিকে ব্যবসায়ী সমাজের সুনজর নিয়ে নিপা গ্রুপের চেয়ারম্যান খসরু চৌধুরীও নিজের রাস্তা তৈরি করছেন। তবে গতানুগতিক রাজনৈতিক দ্বারায় অভ্যস্থ না থাকায় মাঠ তৈরিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তারপরও ব্যবসায়ী সমাজের বিশাল প্রভাব কাজ করছে তাকে ঘিরে। এরইমধ্যে ঢাকা-১৮ আসনে দলীয় মনোনয়ন পেতে নেতারা যে যার মতো দৌড়ঝাপ করছেন। কার হাতে শেষ পর্যন্ত নৌকা ওঠে তা নিয়ে নেতাদের মধ্যে চাপা উত্তেজনাও বিরাজ করছে।
উপনির্বাচনে হাবিব হাসান এমপি নির্বাচিত হলেও এবার তিনি আরও দুইজন শক্তিশালী প্রার্থীর চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এরা হলেন উত্তরা ১নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান এবং নিপা গ্রুপের চেয়ারম্যান ও নগর উত্তর আওয়ামী লীগের শিল্প সম্পাদক খসরু চৌধুরী।
এছাড়া নগর আওয়ামী লীগের আরও দুইজন নেতা মনোনয়ন প্রত্যাশী থাকলেও তারা মূলত আফসার খান ও খসরু চৌধুরীর পক্ষেই অবস্থান নিতে পারেন বলে মনে করছেন অনেকেই।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নানা সূত্রে জানা গেছে, দলীয় প্রার্থী হিসেবে লাইম লাইটে চলে আসতে পারেন জনপ্রিয় কাউন্সিলর আফসার উদ্দিন খান। এছাড়া সুযোগ বুঝে যথা সময়ে নিজের টিকেট কনর্ফাম করতে উঠে পড়ে লেগেছেন শিল্প সম্পাদক খসরু চৌধুরীও।
তবে বর্তমান এমপি হাবিব হাসান আসনটি ধরে রাখতে তৎপরতা চালাচ্ছেন। তার কর্মীরা আশা করছেন তিনিই পাবেন নৌকার মনোনয়ন। এলাকার রাস্তাঘাট-ড্রেনেজের উন্নয়ন এবং দলীয় নেতা-কর্মীদের একতাবদ্ধ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এমপি হাবিব।
