গাজীপুরে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১০:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হরতালের প্রথম দিন রোববার মহাসড়কে সীমিত সংখ্যক যানবাহন চলাচল করলেও যাত্রী সংখ্যা ছিল কম। বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারি দলের লোকজন হরতালবিরোধী তৎপরতায় ছিলেন।
এরই মধ্যে রোববার সকালে হরতালের সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মহানগর বিএনপি নেতা সুরুজ আহমেদের নেতৃত্বে মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লি, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় অপর একটি বিক্ষোভ মিছিল বের হয়।
অপরদিকে একই মহাসড়কের নয়নপুর এলাকায় রোববার সকাল ৮টায় শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুল আলম মাস্টারের নেতৃত্বে বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তারা মিছিল নিয়ে বিভিন্ন যানবাহন আটকানোর চেষ্টা করলে আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়। পথচারীরা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়।
এছাড়া হরতালের আগের রাতে একই মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে একটি মশাল মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে।
