সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিদিনের মতো পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের ২য় দিনে গত রোববার দিবাগত ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের পাশে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিন স্থানীয় লোকজন জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে পাঁচজন যুবক সাতকানিয়া রাস্তার মাথার কাছে পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে গাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্নায়েন বলেন, ভোররাত আনুমানিক ৪টার সময় সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে আগুন দেয়ার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় পুড়তে থাকা একটি বাস অটোমেটিক স্টার্ট হয়ে গিয়ে আমাদের (ফায়ার সার্ভিস) গাড়িতে আঘাত করে। এতে আমাদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আপাতত আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সাতকানিয়া থানার পরিদর্শক মো. আতাউল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় মডেল মসজিদের পাশে একটি গ্যারেজে তিনটি বাস আগুনে পুড়েছে। ওখানে তাদের নিজস্ব প্রহরী ছিল, সেও (প্রহরী) বলতে পারছে না কিভাবে গাড়িগুলোতে আগুন লাগল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩, ২৩:০৩:২৪ | অনলাইন সংস্করণ
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিদিনের মতো পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের ২য় দিনে গত রোববার দিবাগত ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের পাশে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিন স্থানীয় লোকজন জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে পাঁচজন যুবক সাতকানিয়া রাস্তার মাথার কাছে পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে গাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্নায়েন বলেন, ভোররাত আনুমানিক ৪টার সময় সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে আগুন দেয়ার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় পুড়তে থাকা একটি বাস অটোমেটিক স্টার্ট হয়ে গিয়ে আমাদের (ফায়ার সার্ভিস) গাড়িতে আঘাত করে। এতে আমাদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আপাতত আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সাতকানিয়া থানার পরিদর্শক মো. আতাউল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় মডেল মসজিদের পাশে একটি গ্যারেজে তিনটি বাস আগুনে পুড়েছে। ওখানে তাদের নিজস্ব প্রহরী ছিল, সেও (প্রহরী) বলতে পারছে না কিভাবে গাড়িগুলোতে আগুন লাগল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023