Logo
Logo
×

সারাদেশ

বরিশালে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১০:০৪ পিএম

বরিশালে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে বরিশালে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নগরীর ডায়াবেটিকস হাসপাতালের সামনে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বরিশাল সদর উপজেলা বিএনপির ব্যানারে অনুষ্ঠিত হয়।

এ সময় নগরীর বান্দ রোডে মহানগর ছাত্রদলের ব্যানারে বিএম কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো. বাবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল থেকে সরকারের পদত্যাগ ও ঘোষিত তফশিল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে মিছিল শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

অবরোধ বরিশাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম