স্বাধীনতার পক্ষে ভোট দেওয়ার আহবান ঘাতক দালাল নির্মূল কমিটির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করুন ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রার্থীদের বিজয়ী করার জন্য মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা নামে এক আলোচনা সভা করেছেন মানিকগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ বিপ্লবী সাংস্কৃতিক সংঘ সাবিস মিলনায়তনে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শংকর লাল ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কালি পদ ঘোষ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, সাংবাদিক পারভেজ বাবুল প্রমুখ।
অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ বলেন, যারা এবার প্রথম ও দ্বিতীয়বার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন আপনাদের দেশপ্রেম এবং সুচিন্তিত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে জাতির ভবিষ্যৎ। আপনাদের কাছে আবেদন যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যারা ৭১-এর গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের পক্ষে, যারা গণতন্ত্রের নামে গৃহযুদ্ধের হুমকি দিয়ে দেশকে ব্যর্থ সন্ত্রাস রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের কথায় প্রতারিত হবেন না। যারা ৭১-এর ঘাতক দালাল এবং সহযোগী ও উত্তরাধিকারীদের ভোট দেবেন তারা ৩০ লাখ শহিদের রক্তের সঙ্গে বেইমানি করবেন। আগামীতে আপনারা স্বাধীনতার পক্ষের সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেবেন।
স্বাধীনতার পক্ষে ভোট দেওয়ার আহবান ঘাতক দালাল নির্মূল কমিটির
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
২১ নভেম্বর ২০২৩, ২২:১১:৫০ | অনলাইন সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করুন ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রার্থীদের বিজয়ী করার জন্য মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা নামে এক আলোচনা সভা করেছেন মানিকগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ বিপ্লবী সাংস্কৃতিক সংঘ সাবিস মিলনায়তনে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শংকর লাল ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কালি পদ ঘোষ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, সাংবাদিক পারভেজ বাবুল প্রমুখ।
অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ বলেন, যারা এবার প্রথম ও দ্বিতীয়বার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন আপনাদের দেশপ্রেম এবং সুচিন্তিত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে জাতির ভবিষ্যৎ। আপনাদের কাছে আবেদন যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যারা ৭১-এর গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের পক্ষে, যারা গণতন্ত্রের নামে গৃহযুদ্ধের হুমকি দিয়ে দেশকে ব্যর্থ সন্ত্রাস রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের কথায় প্রতারিত হবেন না। যারা ৭১-এর ঘাতক দালাল এবং সহযোগী ও উত্তরাধিকারীদের ভোট দেবেন তারা ৩০ লাখ শহিদের রক্তের সঙ্গে বেইমানি করবেন। আগামীতে আপনারা স্বাধীনতার পক্ষের সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023