রংপুরে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও রংপুর জেলা-মহানগর কমিটির সদস্য সচিবসহ ৫ নেতার সাজার প্রতিবাদে বুধবার রংপুর মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। একই দিন জেলা বিএনপিও পৃথকভাবে রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
মঙ্গলবার দুপুরে এক ভিডিও বার্তায় হরতালের আহবান করেন রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও কাকসুর সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু।
তিনি ভিডিও বার্তায় বলেন, আওয়ামী সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলার ফরমায়েশি রায় প্রদান করেছেন আদালত। সেই রায়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন নবী ডন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ, যুবদল কর্মী আরিফ হোসেনকে সাজা প্রদান করা হয়েছে। সেই সাথে রংপুর মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেফতার এবং বাসায় বাসায় পুলিশি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। এরই প্রতিবাদে বুধবার রংপুর মহানগর এলাকায় রংপুর মহানগর বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।
অন্যদিকে পৃথকভাবে একই দাবিতে বুধবার রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু। বিএনপি নেতারা রংপুর মহানগরী ও জেলাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহবান জানিয়েছেন।
রংপুরে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির
রংপুর ব্যুরো
২১ নভেম্বর ২০২৩, ২২:১৭:১৪ | অনলাইন সংস্করণ
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও রংপুর জেলা-মহানগর কমিটির সদস্য সচিবসহ ৫ নেতার সাজার প্রতিবাদে বুধবার রংপুর মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। একই দিন জেলা বিএনপিও পৃথকভাবে রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
মঙ্গলবার দুপুরে এক ভিডিও বার্তায় হরতালের আহবান করেন রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও কাকসুর সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু।
তিনি ভিডিও বার্তায় বলেন, আওয়ামী সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলার ফরমায়েশি রায় প্রদান করেছেন আদালত। সেই রায়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন নবী ডন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ, যুবদল কর্মী আরিফ হোসেনকে সাজা প্রদান করা হয়েছে। সেই সাথে রংপুর মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেফতার এবং বাসায় বাসায় পুলিশি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। এরই প্রতিবাদে বুধবার রংপুর মহানগর এলাকায় রংপুর মহানগর বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।
অন্যদিকে পৃথকভাবে একই দাবিতে বুধবার রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু। বিএনপি নেতারা রংপুর মহানগরী ও জেলাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহবান জানিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023