Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে নাশকতার মামলায় যুবদল নেতাসহ গ্রেফতার ৩

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম

টঙ্গীতে নাশকতার মামলায় যুবদল নেতাসহ গ্রেফতার ৩

গাজীপুরের টঙ্গীতে বাসে আগুন ও নাশকতার অভিযোগে যুবদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- টঙ্গীর মধ্য আরিচপুরের মৃত মজিবুর রহমানের ছেলে মাহতাব সরকার মুরাদ (৪৭), টঙ্গীর এরশাদনগরের ৫নং ব্লকের মৃত আবুল কালামের ছেলে নুরুল ইসলাম (৪০) ও টঙ্গী বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে জাফর ইকবাল সজিব (২২)।

ওসি মুস্তাফিজুর রহমান জানান, গ্রেফতার হওয়া নুরুল ইসলাম টঙ্গী থানা যুব দলের নেতা। অন্য দুজনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তারা যুবদলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

ওসি আরও বলেন, গ্রেফতার তিনজন বাসে অগ্নিসংযোগ ও মহাসড়কে নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামি। তাদের আদালতে পাঠানো হবে।

টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মণ্ডল বলেন, পুলিশের কাছে গ্রেফতার হওয়া তিনজন টঙ্গী পূর্ব এলাকায় যুবদলের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারে। আমি তাদের চিনতে পারছি না।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম