আবদুল আউয়াল মিন্টুর ভাই কারাগারে
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর দাগনভূঞা উপজেলার তুলাতুলী এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধের সমর্থনে মশাল মিছিল শেষে গ্রেফতার হওয়া দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আকবর হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই।
আদালত সূত্র জানায়, আকবর হেসেনকে রোববার সকালে আদালতে হাজির করা হয়। দুপুরে তাকে ফেনী মডেল থানা ও দাগনভূঞা থানায় পুলিশের দায়ের করা বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার পৃথক তিন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
ফেনী কোর্ট পুলিশের ওসি মুহাম্মদ রশিদ তাকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে রোব ও সোমবার বিএনপির ডাকা অবরোধের সমর্থনে শনিবার রাতে তুলাতুলী এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের নেতৃত্বে মশাল মিছিল বের হয়। মিছিল শেষে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা আকবরকে ঘেরাও করে আটক করে পুলিশে সোপর্দ করে বলে অভিযোগ রয়েছে।
