Logo
Logo
×

সারাদেশ

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটিতেই নতুন মুখ

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১০:২৮ পিএম

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটিতেই নতুন মুখ

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে এবার দুটি আসনে আওয়ামী লীগের দুজন নতুন মুখ দলীয় মনোনয়ন পেয়েছেন। তারা হলেন পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমান।
 
পিরোজপুর-২ আসনে আরও যারা দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে রয়েছেন- সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, সাজ্জাদ সাকিব বাদশা, মো. জাহিদুল হক, মো. কবির হোসেন হাওলাদার, কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্না, ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তালুকদার সারওয়ার হোসেন, সৈয়দ সহিদুল আহসান, অ্যাডভোকেট এবিএম বায়েজিদ, একেএম আজম খান ও মো. মনিরুল ইসলাম। 

পিরোজপুর-৩ আসনে গতবারের আওয়ামী লীগ জোটের শরিক দল জাতীয় পার্টির সংসদ সদস্য (এরশাদ) ডা. রুস্তুম আলী ফরাজী এবার ফসকে গিয়েছেন। এ আসনে আরও যারা দলীয় মনোনয়ন চেয়ে টিকিট কিনেছেন তারা হলেন- সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, মোছাম্মাৎ নাসরিন জাহান, ডা. এম নজরুল ইসলাম, মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, মো. জসিম মাতুব্বর, কেন্দ্রীয় তাজউদ্দিন আহমেদ, মো. মেজবাহ উদ্দিন, সাবেক পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, কমান্ডার (অব.) আহম্মেদ সাব্বির, মো. ইব্রাহিম, এসএম সরোয়ার জাহান, মো. এমাদুল হক খান ও স্মৃতি কনা বিশ্বাস।

দলীয় সূত্র জানায়, পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে দলের মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন অন্তত ৩৯ জন প্রার্থী। এদের মধ্যে নারী নেত্রী রয়েছেন ২ জন। যদিও এর অধিকাংশই ড্যামি প্রার্থী হিসেবে দলীয় টিকিট কিনেছিলেন।

আ. লীগের মনোনয়ন পিরোজপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম