Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা সেলিম আহমদের

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম

সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা সেলিম আহমদের

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সেলিম আহমদ।

সোমবার বিকালে সুনামগঞ্জ শহরে তার নিজ কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দেন। এ সময় এই আসনের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় হাইকমান্ড সুস্পষ্ট বলেছেন মাঠ উন্মুক্ত, জনপ্রিয়তা প্রমাণ করার সুযোগ রয়েছে। তাই নির্বাচনকে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর উপজেলা) আসনের নির্বাচন করব।

প্রসঙ্গত, সুনামগঞ্জ-১ আসন থেকে এবার মনোনয়ন চেয়েছিলেন সেলিম আহমেদ। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। এ আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার।

আ. লীগের মনোনয়ন সুনামগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম