Logo
Logo
×

সারাদেশ

গাইবান্ধার পাঁচটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি 

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১১:২৫ পিএম

গাইবান্ধার পাঁচটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন পাঁচজন। সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির রাজধানীর বনানীর রাজনৈতিক কার্যালয় থেকে একযোগে সারা দেশের ২৮৯ আসনের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

এ সময় তার ঘোষণা থেকে প্রাপ্ত তথ্যে গাইবান্ধার পাঁচটি আসনের জাতীয় পার্টির মনোনয়নের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মনোনয়নপ্রাপ্তরা হচ্ছেন- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বর্তমান এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরী, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে অধ্যক্ষ কাজী মশিউর রহমান, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা।

গাইবান্ধা জাতীয় পার্টি মনোনয়ন  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম