Logo
Logo
×

সারাদেশ

মা-স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন এমপি বকুল

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম

মা-স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন এমপি বকুল

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল মা, স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বৃদ্ধা মা সকিনা বেগম, স্ত্রী সায়েরা বানু এবং ছেলে সোয়াদকে সঙ্গে নিয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, জননেত্রী শেখ হাসিনা লালপুর-বাগাতিপাড়া মানুষের উন্নয়ন এবং সেবা করতে আবারো আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। লালপুর-বাগাতিপাড়া মানুষ নৌকায় ভোট দিতে অধীর আগ্রহে বসে রয়েছেন। আগামী নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে আগামী দিনে আমরা সরকার গঠন করব।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব প্রমুখ।

দ্বাদশ সংসদ নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম