Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীর ৬ আসনে আওয়ামী লীগের ১৯ প্রার্থী, স্বতন্ত্র ১৩

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১১:০৮ পিএম

রাজশাহীর ৬ আসনে আওয়ামী লীগের ১৯ প্রার্থী, স্বতন্ত্র ১৩

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও মনোনয়নবঞ্চিত নেতারা। রাজশাহীর প্রতিটি আসনেই মনোনয়নবঞ্চিত একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজশাহীর ৬টি আসনে মনোনীত ৬ প্রার্থীসহ স্বতন্ত্র আরও ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই হিসাবে রাজশাহীতে আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আওয়ামী লীগ মনোনীত ওমর ফারুক চৌধুরী ছাড়া আরও ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা হলেন- তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান আকতার, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আয়েশা আক্তার জাহান ডালিয়া ও শারমিন আক্তার নিপা মাহিয়া।

রাজশাহী-২ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ছাড়াও আরও ২ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও সদস্য আবু রায়হান মাসুদ।
এদিকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত আসাদুজ্জামান আসাদ ছাড়াও মনোনয়ন বঞ্চিত আয়েন উদ্দিন এমপি মনোনয়ন জমা দিয়েছেন। রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদ ছাড়াও মনোনয়নবঞ্চিত বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ও আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন মনোনয়ন জমা দিয়েছেন।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত আব্দুল ওয়াদুদ দারা ছাড়াও মনোনয়নবঞ্চিত ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নবঞ্চিত বর্তমান সংসদ সদস্য ডা. মনসুর রহমান, আওয়ামী লীগ নেতা আহসানুল হক মাসুদ ও আওয়ামী লীগের ধর্ম উপ-কমিটির সদস্য ওবাইদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগ মনোনীত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও মনোনয়নবঞ্চিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রায়হানুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দ্বাদশ সংসদ নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম