Logo
Logo
×

সারাদেশ

গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৪ পিএম

গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

বরিশালের মেহেন্দীগঞ্জে গোসলে গিয়ে পা পিছলে পানিতে পড়ে নিজাম খন্দকার (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুর ১২টার দিকে কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের কাদিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিজাম খন্দকার ওই গ্রামের মৃত আজিজ আহমেদ খন্দকারের ছেলে। 

নিজাম খন্দকারের স্ত্রী সুরমা বেগম জানান, শুক্রবার দুপুরে স্বামীকে গোসল করানোর জন্য পুকুরঘাটে নিয়ে যান। একপর্যায়ে নিজাম খন্দকার পা পিছলে পুকুরে পড়ে যান। ভারি শরীর হওয়ায় ধরে রাখা যায়নি। চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাজিরহাট থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে।

লাশ বৃদ্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম