গৌরীপুরে বিজয় মাসে যুগান্তর স্বজনদের পতাকা মিছিল
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (১ ডিসেম্বর) মহান বিজয় উৎসবের মাস উপলক্ষ্যে জাতীয় পতাকা মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীরশ্রেষ্ঠ ও শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আজকালের সংবাদের গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান।
বক্তব্য রাখেন- গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি রইছ উদ্দিন, উপজেলা স্বজন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, স্বজন সাহাবুল আলম, মাহমুদা আক্তার লিপি, তাসাদদুল করিম, শামীম আনোয়ার, সাগর আহাম্মেদ শিপন, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, ব্যবসায়ী হারুন মিয়া প্রমুখ।
