Logo
Logo
×

সারাদেশ

আ. লীগ প্রার্থীকে শুভেচ্ছা, এসআই প্রত্যাহার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম

আ. লীগ প্রার্থীকে শুভেচ্ছা, এসআই প্রত্যাহার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কারণে পুলিশের এক উপপরিদর্শককে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান শনিবার তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করেন। এ উপপরিদর্শকের নাম জিলালুর রহমান। তিনি তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন। এবার রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র আবুল কালাম আজাদ। তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর ঢাকা থেকে রাজশাহী আসেন আবুল কালাম আজাদ। পৌর আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাকে শুভেচ্ছা জানান উপপরিদর্শক জিলালুরও। এ ছবি শুক্রবার ছড়িয়ে পড়লে শনিবারই তাকে প্রত্যাহার করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, উপপরিদর্শক জিলালুরের সঙ্গে কথা বলেছি। তিনি দাবি করেছে, ছবিটা পুরোনো। তবে বিতর্ক সামনে আসায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

আ.লীগ প্রার্থী শুভেচ্ছা এসআই প্রত্যাহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম