গাইবান্ধার ৫টি আসনের চারটিতে আওয়ামী লীগের ৪ নারী প্রার্থী
সিদ্দিক আলম দয়াল, গাইবান্ধা
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে তিনটিতে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি দুটি আসনে পুরুষ প্রার্থী মনোনয়ন পেলেও গাইবান্ধা-৫ আসনে স্বতন্ত্র হিসাবে এক নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
পুরুষ প্রার্থী হিসাবে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সংসদ-সদস্য মাহমুদ হাসান রিপনকে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এই গাইবান্ধা-৫ আসনে সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়ন দাখিলের দিন থেকেই ফজলে রাব্বির কন্যা ফারজানা বুবলী নির্বাচনি মাঠে দৌড়ে বেড়াচ্ছেন। ভোট প্রার্থনা করছেন হাটে-বাজারে। এ নিয়ে প্রথম দিনই তিনি নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি ফেরার সময় দুষ্কৃতকারীদের হামলার স্বীকার হয়েছেন। তবে এ নিয়ে কোনো মামলা ও অভিযোগ না থাকায় কোনো আইনি ব্যবস্থা নিতে পারেনি স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসার।
অপরদিকে মনোনয়ন পাওয়া অন্য তিন নারী প্রার্থী হলেন-গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারি। তার ভাই প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুর পর আফরোজা বারী সুন্দরগঞ্জে আসেন। শিল্পপতি এই নারী প্রার্থী ভোটের মাঠ দখল করতে দীর্ঘদিন ধরে মাঠে দৌড়ে বেড়াচ্ছেন। কিনারা পায়নি এতদিন। কিন্তু এবার তিনি ভোটের হাওয়া শুরু হওয়ার আগে থেকেই সুন্দরগঞ্জে কখনো সাংবাদিকদের দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, হাতে খাম ধরিয়ে দিচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে তিনি ঘনঘন ঢাকা থেকে উড়ে এসে জুড়ে বসছেন সুন্দরগঞ্জে। জাতীয় পার্টির দুর্গের এই আসনে লাঙ্গলের সমর্থকের সংখ্যা অনেক বেশি। একাদশ জাতীয় সংসদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। তার কথা মানুষের মুখে মুখে। তাছাড়া সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগে অন্তর্দ্বন্দ্ব, কলহের কারণে আওয়ামী লীগ কয়েক ভাগে বিভক্ত। ফলে সুন্দরগঞ্জে আওয়ামী লীগের শত্র“ আওয়ামী লীগ। সেই কারণে মাঠ পর্যায়ে ভোটের চিত্র আলাদা। তবে তিনি খরচ করছেন বেশি বেশি সেই কারণে জাতীয় পার্টির সঙ্গে তার লড়াই হতে পারে। তবে জাপার নেতা মজিবর রহমান বলেন, আমরা আফরোজা বারিকে হিসাবে নিচ্ছি না। এখানে জাতীয় পার্টির মাঠ পর্যায়ে ভোটার সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। দলে তার অবস্থান তৈরি টাকা দিয়ে হয় না। মানুষের দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নিতে হবে।
গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) আসনে বর্তমান এমপি ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি উম্মে কুলসুম স্মৃতি। দুজনেই ডাকসাইটের নেতা। অনেক উন্নয়ন করেছেন দুই নারী প্রার্থী। তাদের কর্মকাণ্ড চোখে পড়ার মতো।
