হবিগঞ্জ-৪ আসনে বেশিরভাগ প্রার্থীই অপরিচিত মুখ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ প্রার্থী। স্থানীয় রাজনীতিতে কখনো দেখা যায়নি তাদের অধিকাংশদের। ভোটাররাও চিনেন না তাদের। অথচ তারা প্রার্থী হয়েছেন। ১০ জনের মনোনয়ন দাখিলের খবরে অনেকেই চমকে উঠেছেন। কারণ তারা কখনোই প্রচার-প্রচারণা বা স্থানীয় রাজনীতিতে ছিল না। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
হবিগঞ্জ-৪ আসনে যারা প্রার্থী হয়েছেন, তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মাহবুব আলী, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, স্বতন্ত্র প্রার্থী মো. জামাল হোসেন এবং ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মমিন স্থানীয় রাজনীতিতে জড়িত।
এর মধ্যে জামাল হোসেন লিটন অ্যাডভোকেট মাহবুব আলীর মনোনীত ডামি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। এর বাইরে ৬ প্রার্থী বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের প্রার্থী রাশেদুল ইসলাম খোকন, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. আল আমিন, ইসলামি ঐক্যজোট বাংলাদেশ মো. আবু ছালেহ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মো. মুখলেছুর রহমান, জাকের পার্টির সৈয়দ আবুল খায়ের এলাকায় পরিচিত নন এবং স্থানীয় রাজনীতিকে জড়িত নেই। ফলে তাদের ভোটাররা চিনতে পারছে না। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকায়।
চুনারুঘাট মাধবপুর আসনে অ্যাডভোকেট মাহবুব আলী এ নিয়ে ৩ বার নৌকার প্রার্থী হলেন। তিনি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়েছেন। সোস্যাল মিডিয়ায় আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবারই প্রথম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি নৌকার মনোনয়ন চেয়েও পাননি। তিনি জানালেন, প্রধানমন্ত্রীর আগ্রহে নির্বাচনকে জনমুখী করতে তিনি প্রার্থী হয়েছেন।
এ বিষয়ে শিক্ষক সত্যেন্দ্র দেব জানান, আমি প্রার্থীদের মধ্যে মাত্র ৩ প্রার্থীকে চিনি, অ্যাডভোকেট মাহবুব আলী, ব্যারিস্টার সুমন ও জামাল হোসেন ছাড়া অন্য প্রার্থীদের আমি কখনো দেখিনি।
