মানিকগঞ্জ-৩ আসন
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে লড়ছেন ৮ প্রার্থী
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সারা দেশের মতো মানিকগঞ্জ-৩ আসনে (সাটুরিয়ায়) বইছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঝড়ো হাওয়া। এই আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ভোটারের অগ্নি পরীক্ষায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, জাতীয় পার্টিসহ কয়েকটি দলের বিভিন্ন প্রার্থী। ভোটের লড়াই হবে শেয়ানে শেয়ানে এমনটাই গুঞ্জন গ্রাম পাড়া মহল্লায় চায়ের দোকানে আড্ডায়।
আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে তিন বার সংসদ-সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক স্বপন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ভাজন হয়ে দায়িত্ব পান স্বাস্থ্যমন্ত্রীর। উন্নয়নের জোয়ারে সাটুরিয়া আসনে গড়ে তোলেন নৌকা প্রতীকে ভোটের দুর্গ। সেই দুর্গে হানা দিতে দ্বাদশ সংসদ নির্বাচনে জনমত যাচাইয়ে ভোটের অগ্নিপরীক্ষায় প্রার্থী হলেন স্বাস্থ্য মন্ত্রীসহ ৯ জন।
ভিন্ন দলের প্রার্থীরা হলেন, ৭১ সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল (গণফোরাম), মো. জহিরুল আলম রুবেল (জাতীয় পার্টি), সাবেক যুগ্ম সচিব এম হাবিবউল্লাহ (কৃষক শ্রমিক জনতা লীগ), দীন মোহাম্মদ (জাকের পার্টি), এ খালেক দেওয়ান (বিএনএম), মোছা. সবিনা বেগম (বাংলাদেশ কংগ্রেস), সৈয়দ সরোয়ার হোসেন চৌধুরী (জাসদ) ও মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (তৃণমূল বিএনপি)।
