Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহ-৩ আসন 

আ.লীগের প্রার্থী পরিবর্তনের দাবি দলীয় ৬ স্বতন্ত্র প্রার্থীর

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ পিএম

আ.লীগের প্রার্থী পরিবর্তনের দাবি দলীয় ৬ স্বতন্ত্র প্রার্থীর

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দলীয় ছয়জন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপিকে বিএনপি পরিবারের সদস্য দাবি করে বিদ্রোহী প্রার্থীরা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের বর্তমান সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, সাবেক ছাত্রদল নেত্রী নিলুফার আনজুম পপিকে নৌকা মার্কার প্রার্থী মনোনীত করায় মুজিব আদর্শের নেতাকর্মীরা আজ বাকরুদ্ধ এবং গোটা গৌরীপুরবাসী হতাশ। পপি প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মরহুম মাহবুবুল হক শাকিলের সহধর্মিণী হওয়ায় নৌকা মার্কার প্রার্থী মনোনীত হয়েছেন। অথচ পপিসহ তার গোটা পরিবারের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। পপি ১৯৯২ সালে গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদে ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদিকা ছিলেন। তার পরিবারের প্রায় সবাই বিএনপি, যুবদল ও ছাত্রদলের পদধারী নেতা। তার বাবা মরহুম আব্দুল হাসিম বিএনপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বড় ভাই মরহুম মাজহারুল ইসলাম মিতুল উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আরেক ভাই শফিকুল ইসলাম উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন। তার চাচা এমএ সাত্তার মোল্লা যুবদলের প্রতিষ্ঠাকালীন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিএনপির উত্তর জেলার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক আহ্বায়ক ওলামা দল ও উত্তর জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক। এছাড়াও পপির চাচাতো ভাই, ফুপাতো ভাই, বড় ভাইয়ের শ্বশুর ও শ্যালকসহ অনেক নিকটাত্মীয় এখনো বিএনপি, যুবদল ও ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত। পপি আওয়ামী পরিবারের কেউ নন উল্লেখ করে তার মনোনয়ন পরিবর্তন করার দাবি জানান তারা। অন্যথায় বিদ্রোহী ছয়জনের মধ্য থেকে যে কোনো একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শরীফ হাসান অণু, সদস্য ড. একেএম আব্দুর রফিক ও মোরশেদুজ্জামান সেলিম এবং গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোমনাথ সাহা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ গৌরীপুর আওয়ামী লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম