Logo
Logo
×

সারাদেশ

তথ্য গোপনের অভিযোগে মেজর আখতারের মনোনয়ন বাতিল

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম

তথ্য গোপনের অভিযোগে মেজর আখতারের মনোনয়ন বাতিল

তথ্য গোপনের অভিযোগে মেজর আখতারের মনোনয়ন বাতিল

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

আজ রোববার (৩ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

মনোনয়নপত্রের সাথে যুক্ত করা হলফনামায় মামলা ও ঋণের তথ্য না দেওয়ায় তথ্য গোপন করার কারণ উল্লেখ করে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

তথ্য গোপন মেজর আখতার মনোনয়ন বাতিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম