শোকজের জবাব দিলেন আ.লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নির্বাচন কমিশনের নির্বাচনি অনুসন্ধান কমিটির সামনে স্বয়ং উপস্থিত হয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের লিখিত জবাব দিয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শেরপুর-১ সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক।
বুধবার দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ মাহবুব আলী মুয়াদের কার্যালয়ে এ লিখিত জবাব দাখিল করেন। এ সময় তার সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ৭ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দাখিলের সময় দেওয়া হলেও একদিন আগেই তিনি জবাব দাখিল করেন।
নির্বাচনি অনুসন্ধান কমিটির পক্ষ থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিউর রহমান আতিক বুধবার লিখিত জবাব দাখিল করেছেন বলে সত্যতা নিশ্চিত করে বলা হয়- এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ প্রদান করা হবে।
মঙ্গলবার বিকালে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ মাহবুব আলী মুয়াদ এ কারণ দর্শাও নোটিশ প্রদান করেন।
নোটিশে আগামী ৭ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি কার্যালয়ে প্রার্থীকে স্বয়ং অথবা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়। নোটিশে প্রার্থী আতিকের বিরুদ্ধে তিনটি অভিযোগ উপস্থাপন করা হয়েছে।
এর মধ্যে ২৮ নভেম্বর শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করে গণসংবর্ধনায় যোগদান, ২৯ নভেম্বর এবং ১ ২ ৩ ও ৪ ডিসেম্বর বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণা করেন। এছাড়া ১ ডিসেম্বর দুপুরে সদর উপজেলা মডেল মসজিদে বক্তব্য প্রদান করেন।
বুধবার দুপুরে লিখিত জবাব দাখিল করে বের হওয়ার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুগান্তরকে বলেন, প্রতিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে একটা নোটিশ করা হয়েছিল। এটার জবাব দেওয়ার জন্য এসেছিলাম। এটা প্রতিহিংসামূলকভাবে অভিযোগ করা হয়েছে। কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছি- এটা আসলে আচরণবিধি লঙ্ঘন হয়নি।
