|
ফলো করুন |
|
|---|---|
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পটুয়াখালী জেলার ৫ থানার ওসিকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে জেলার মধ্যেই বিভিন্ন থানার ওসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একজনকে বরিশালে বদলি করা হয়েছে ।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক আদেশে দেশের অন্য ৩৩৮ ওসির সঙ্গে পটুয়াখালীর ৫ থানার ওসিকেও বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে জেলার দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদারকে মহিপুর থানায়, মহিপুর থানার ওসি মো. ফেরদৌস আলম খানকে গলাচিপা থানায়, গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েনকে বাউফল থানায় এবং বাউফল থানার ওসি এটিএম আরিচুল হককে বরিশালের কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলার ৫ থানার ওসিদের বদলি করা হয়েছে। যাদের বদলি করা হয়েছে, এরা সবাই ৬ মাসের অধিক সময় এই জেলায় দায়িত্ব পালন করছেন।
