হবিগঞ্জ-৪ আসন নৌকার প্রচারণায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। নির্বাচনের তফশিল বাতিল, সরকারের পদত্যাগ দাবিতে করছে আন্দোলন। কিন্তু হবিগঞ্জে ব্যতিক্রমী হয়ে উঠেছেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ও ইউপি চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল। তিনি নৌকার প্রার্থী হবিগঞ্জ-৪ আসনের সংসদ-সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলীর পক্ষে প্রচারণায় নেমেছেন। অংশ নিয়েছেন মিছিল ও গণসংযোগে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউপির চেয়ারম্যান।
জানতে চাইলে এসএম আতাউল মোস্তফা সোহেল বলেন, এটি আমাকে হেয় করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে মন্ত্রী (হবিগঞ্জ-৪ আসনের সংসদ-সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী) আমার এলাকায় এসেছিলেন। আর আমি চেয়ারম্যান হিসাবে প্রটোকল দিতে হয়। তাছাড়া তিনি আসবেন বলে আমাকে দাওয়াতও করেছিলেন। আমরা একটি ঘরে বসে কথা বলছিলাম। পরবর্তীতে তাকে এগিয়ে গাড়িতে তুলে দেওয়ার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা স্লোগান দেয়। আমি পেছনে ছিলাম। আমাকে বারবার টেনে সামনে আনার চেষ্টা করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ বলেন, এসএম আতাউল মোস্তফা সোহেল স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কোনো পদে নেই।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী জানান, বিএনপি নির্বাচন বর্জন করে আন্দোলন করছে। কেউ নৌকার প্রচারণায় গেলে দলের সঙ্গে বেইমানি করা। আমরা বিষয়টি আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করে নৌকার জন্য ভোট চান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল।
