Logo
Logo
×

সারাদেশ

পাবনায় শ্রদ্ধা-ভালোবাসায় রাষ্ট্রপতির ৭৫তম জন্মদিন পালিত

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ পিএম

পাবনায় শ্রদ্ধা-ভালোবাসায় রাষ্ট্রপতির ৭৫তম জন্মদিন পালিত

শ্রদ্ধা ও ভালোবাসায় পাবনার কৃতীসন্তান দেশের ২২তম রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে পাবনা প্রেস ক্লাবে ‘আমরা পাবনাবাসীর’ ব্যানারে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাষ্ট্রপতির ঘনিষ্ঠ বাল্যবন্ধু পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, বর্তমান সহসভাপতি শহিদুর রহমান, চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম মাইকেল, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাকিব হাসান টিপু, নির্বাহী সদস্য মোস্তাক আজাদ প্রমুখ।

শ্রদ্ধা ভালোবাসা পাবনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম