রাজশাহীতে ১৮০০ নেতাকর্মী বিনা কারণে কারাগারে: মিনু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, প্রতিদিন বিএনপির নেতাকর্মীদের বিনা কারণে আটক করে কারাগারে নিচ্ছে সরকার। সেই সঙ্গে হুমকি-ধমকি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী টাকা আদায় করছে।
গত ২৮ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত রাজশাহীতে ১ হাজার ৮০০ নেতাকর্মীকে বিনা কারণে কারাগারে রাখা হয়েছে। দেশব্যাপী ১৮৭ জনকে গুম করা হয়েছে। আমাদের চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ। এ অবস্থায় তার কিছু হলে সরকারকেই এর দায়ভার নিতে হবে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে রোববার রাজশাহী মহানগর বিএনপির মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিভিন্নভাবে নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের স্বজনরাও অংশ নেন। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি জাহান পান্না, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।
