চট্টগ্রাম-১০ আসনে বাচ্চুর মনোনয়ন বাতিল চান সাবেক মেয়র মনজুর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দুটি হত্যা মামলার তথ্য গোপন করার অভিযোগ এনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর মনোনয়নপত্র বাতিল চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। এ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয়ে গত ৪ ডিসেম্বর মনজুর আলম আবেদন করেন।
এতে তিনি অভিযোগ করেন, মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে দুটি হত্যা মামলা ছিল। এর মধ্যে একটি ছিল চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম স্বপন হত্যা মামলা। অপরটি আওয়ামী লীগ কর্মী তালেব আলী হত্যা মামলা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার কলাম-৩ এর ‘ক’ ও ‘খ’ তে প্রার্থীর ফৌজদারি মামলা থাকলে বা মামলা প্রত্যাহার হলে সে বিষয়ে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে; কিন্তু মহিউদ্দিন বাচ্চু এই কলামে ‘প্রযোজ্য নয়’ উল্লেখ করেন। আর্থিক বিবরণীতেও তিনি তথ্য গোপন করেন বলে অভিযোগ করা হয়।
অসত্য তথ্য দেওয়ার অভিযোগে দায়ের করা আপিল আমলে নিয়ে মহিউদ্দিন বাচ্চুর মনোনয়নপত্র বাতিল করার আবেদন করেন মনজুর আলম।
খোঁজ নিয়ে জানা গেছে, মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে যে দুটি হত্যা মামলা ছিল এর মধ্যে ১৯৯২ সালে নগরীর লালখানবাজার এলাকায় খুন হন তালেব আলী নামে এক আওয়ামী লীগ কর্মী। ওই মামলায় মহিউদ্দিন বাচ্চু ৩ নম্বর আসামি ছিলেন। একইভাবে ১৯৯৯ সালে নগরীর টাইগারপাস রেলওয়ের একটি শাখা অফিসের সামনে টেন্ডার নিয়ে খুন হন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের তৎকালীন ছাত্রসংসদের জিএস আমিনুল ইসলাম স্বপন। এ মামলায় মহিউদ্দিন বাচ্চু ছিলেন ৫ নম্বর আসামি। তবে দুটি মামলায় পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়। বিএনপির আমলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা হত্যা মামলা প্রত্যাহারের এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে রয়েছে নানা প্রশ্ন।
চট্টগ্রাম-১০ আসনের এমপি ছিলেন ডা. আফছারুল আমীন। তার মৃত্যুর পর উপনির্বাচনে নগর যুবলীগের সাবেক আহবায়ক মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন মাত্র তিন মাস আগে। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়। এ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ২৭ জন প্রার্থীকে ডিঙ্গিয়ে নৌকার মনোনয়ন দেওয়া হয় মহিউদ্দিন বাচ্চুকে।
