Logo
Logo
×

সারাদেশ

প্রতীক বরাদ্দের পর জাহাঙ্গীর আলমের সঙ্গে একমঞ্চে ৩ স্বতন্ত্র প্রার্থী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম

প্রতীক বরাদ্দের পর জাহাঙ্গীর আলমের সঙ্গে একমঞ্চে ৩ স্বতন্ত্র প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে একমঞ্চে উপস্থিত হন গাজীপুরের তিনটি আসনের ৩ স্বতন্ত্র প্রার্থী। প্রতীক বরাদ্দের পর সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী মাঠে গাজীপুরের সাবেক মেয়রের সঙ্গে উপস্থিত হন স্বতন্ত্র প্রার্থীরা।

প্রার্থীরা হলেন- গাজীপুর-১ আসনের (কালিয়াকৈর) স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম, গাজীপুর-২ (সদর আসন) স্বতন্ত্র প্রার্থী কাজী আলিমুদ্দিন, গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান। এ সময় প্রার্থীর কর্মী-সমর্থকদের হাতে লিফলেটে জাহাঙ্গীর আলমের সঙ্গে ৩ স্বতন্ত্র প্রার্থীর ছবি দেখা যায়।

এ সময় জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে আসতে হবে। গাজীপুরে ২৪ লাখ গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আমি কাজ করছি। নির্বাচনে গার্মেন্টস শ্রমিকদের একটা বিশেষ ভূমিকা থাকবে।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী কাজী আলিমুদ্দিন, মো. রেজাউল করিম ও আখতারউজ্জামানও বক্তব্য রাখেন।

সোমবার সকালে গাজীপুরের পাঁচটি আসনের মোট ৩৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

দ্বাদশ সংসদ নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম