ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান ফজলু সম্পাদক নজরুল
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঘাটাইল প্রেস ক্লাব কার্য নির্বাহী পরিষদ নির্বাচনে দৈনিক যুগান্তরের ঘাটাইল প্রতিনিধি খান মুহাম্মদ ফজলুর রহমান সভাপতি ও দি বাংলাদেশ টুডে পত্রিকার ঘাটাইল প্রতিনিধি মো. নজরুল ইসলাম চান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক যুগান্তরের ঘাটাইল প্রতিনিধি খান মুহাম্মদ ফজলুর রহমান ৫ম বারের মতো সভাপতি নির্বাচিত হন।
কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি হেলাল তালুকদার (দৈনিক আলোকিত সকাল), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক পদে খাদেমুল ইসলাম মামুন (দৈনিক মানব কণ্ঠ), কোষাধ্যক্ষ পদে রকিবুল হাসান জসিম (দৈনিক আলোকিত বাংলাদেশ), দপ্তর সম্পাদক পদে মো. ইয়ামিন হাসান (দৈনিক গণ কণ্ঠ), প্রচার ও সংস্কৃতি সম্পাদক পদে মো. আলআমিন হোসেন বিপ্লব (দৈনিক ভোরের পাতা) ও কার্যকরী সদস্য পদে দৈনিক প্রথম কথা পত্রিকার সম্পাদক নটো কিশোর আদিত্য নির্বাচিত হয়েছেন।
এছাড়া অন্যরা হলেন- ঘাটাইল টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সারোয়ার জাহান কলি, দৈনিক সময়ের আলো প্রতিনিধি আলআমীন রহমান, দৈনিক বাংলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক প্রতিদিনের প্রতিনিধি সবুজ সরকার সৌরভ, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি খায়রুলইসলাম, ঘাটাইল ডটকম প্রতিনিধি এসএম ইমরুল কায়েস রাজিব, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম (আরিফ)।
উপস্থিত ছিলেন- দেশ টিভি টাঙ্গাইল জেলা প্রতিনিধি আতিকুর রহমান, সাপ্তাহিক সময় তরঙ্গ প্রতিনিধি ইন্তাজ আলী শফি, সত্যানুসন্ধান প্রতিনিধি মাজহারুল ইসলাম শিহাব, যায়যায়দিন প্রতিনিধি উত্তম কুমার, দৈনিক ভোরের আলো প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক সকালের সময় প্রতিনিধি আবু মোহাম্মদ শোয়েব।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ঘাটাইল সরকারি জিবিজি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধীর চন্দ্র সাহা। নির্বাচন কমিশনার ছিলেন বিশিষ্ট লেখক সাংবাদিক জুলফিকার হায়দার। প্রিসাইডিং অফিসার হিসেবে ছিলেন ঘাটাইল উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান ও সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন আশিকুর রহমান।
