Logo
Logo
×

সারাদেশ

আমি আর সিনেমা করব না: মাহিয়া মাহি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ পিএম

আমি আর সিনেমা করব না: মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।  নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।  চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ।  দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি।  

এদিকে এতদিন বড়পর্দায় দেখা নায়িকাকে চোখের সামনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ।

মঙ্গলবার গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ‘ভোটের পর নেতারা দেশছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটার আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি।’

ওই নারী ভোটারের প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমার বাসা মণ্ডমালা। এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।’

গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মাহি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম