Logo
Logo
×

সারাদেশ

নৌকার মিছিলে পিস্তলসদৃশ অস্ত্র প্রদর্শনকারী ভাইরাল যুবক আটক

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ পিএম

নৌকার মিছিলে পিস্তলসদৃশ অস্ত্র প্রদর্শনকারী ভাইরাল যুবক আটক

ময়মনসিংহের নান্দাইলে নৌকার মিছিলে পিস্তলসদৃশ দুই অস্ত্র প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম তদন্ত করে ওই দুটি অস্ত্রসহ মিছিলের নেতৃত্বদানকারী ওয়াহিদুজ্জামান তানভীরকে আটক করে থানা পুলিশ।

তবে মিছিলে অংশগ্রহণকারী ওই যুবক বা সহযোগীরা আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের কেউ নয় বলে দাবি করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।

নান্দাইল মডেল থানা সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ৮টার দিকে তানভীরের নেতৃত্বে ৩০-৪০ জনের সংবলিত একটি নৌকার মিছিল চন্ডিপাশা ইউনিয়নের কুল ধুরুয়া থেকে শুরু করে চামারুল্লাহ বাজার হয়ে ধুরুয়া আনন্দবাজারে নির্বাচনি ক্যাম্পে এসে শেষ হয়। এ সময় উক্ত মিছিলে ওয়াহিদুজ্জামান তানভীরের নিকটাত্মীয় শাহ আলম নামে এক যুবক দুই হাতে দুটি অস্ত্র উঁচিয়ে নৌকার স্লোগান দিয়ে স্থানীয় নির্বাচনি ক্যাম্পে ঢুকেন। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মিছিলে অংশগ্রহণ করায় এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং এরই একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

বিষয়টি পুলিশ প্রশাসনের দৃষ্টিগোচর হলে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়ার নেতৃত্বে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ৩টার দিকে কুলধুরুয়া নিজ বাড়ি থেকে ওয়াহিদুজ্জামান তানভীরকে গ্রেফতার করে। পরে অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে তানভীরের বাড়ির পুকুরপাড় থেকে পিস্তলসদৃশ দুটি অস্ত্র উদ্ধার করা হয়; কিন্তু মিছিলে অস্ত্র প্রদর্শনকারী নুরে আলম পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নান্দাইল মডেল থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে স্থানীয় মিডিয়া কর্মীদের অবহিত করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়া জানান, এ দুটি অস্ত্র ওয়াহিদুজ্জামান তানভীর নিজের বলে দাবি করেন। এছাড়া শাহ আলম নামে ওই যুবককেও দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম