ফেনীতে বখাটের আগুনে দগ্ধ কলেজ ছাত্রীর মৃত্যু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে মারধর ও গায়ে আগুন দিয়েছে বখাটে। এতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা গেছে মাশকুরা আক্তার মুমু। সে ফেনি ন্যাশনাল কলেজে একাদশ শ্রেণিতে পড়ত। বাড়ি কুমিল্লার লাঙ্গলকোটে। ফেনী শহরের পাঠানবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। বখাটের নাম নাহিদ।
বাবা আবদুল খালেক জানান, মাশকুরার শরীরের নিচের অংশ পুড়ে গেছে। তাকে প্রথমে ফেনী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্র“ মারমা জানান, পুলিশ অভিযোগ নাহিদকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
এদিকে অন্য একটি সূত্র জানায়, প্রেমের ঘটনায় অভিমান করে নিজের গায়ে আগুন দিয়েছে মুমু। স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, স্কুল গেটের পাশে ফল ব্যবসায়ী নাহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুমুর। সম্প্রতি নাহিদের প্রবাসে যাওয়ার খবর শুনে বিয়ের জন্য চাপ দেয় মুমু। নাহিদ জানায়, প্রবাস থেকে ফিরে এসে সে তাকে বিয়ে করবে। এ নিয়ে টানাপড়েন দেখা দেয়। সোমবার দুপুরে মুমু ফেনী শহর থেকে লক্ষ্মীয়ারা উচ্চ বিদ্যালয়ে যায়। নাহিদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে। নাহিদ আসেনি। ফোনে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে দুজন। নাহিদ না আসায় রেগে গিয়ে নিজের গায়ে নিজেই আগুন দেয় মুমু।
