Logo
Logo
×

সারাদেশ

মুক্তাগাছায় প্রতিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানকে শোকজ

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১১:০০ পিএম

মুক্তাগাছায় প্রতিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানকে শোকজ

ময়মনসিংহের মুক্তাগাছায় নির্বাচনি প্রচারণার কাজে সরকারি যানবাহন ও প্রটোকল ব্যবহার করায় সংস্কৃতি প্রতিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানকে (ভারপ্রাপ্ত) শোকজ করেছেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা হাসান।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির লাঙ্গলের পক্ষে গত বছরের ২৯ ডিসেম্বর নির্বাচনি প্রচারণার কাজে সরকারি যানবাহন ও প্রটোকল ব্যবহার করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আরব আলী এবং ৩১ ডিসেম্বর সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ; যা আচরণ বিধিমালার পরিপন্থি। এমতাবস্থায় নির্বাচনি প্রচারণার কাজে সরকারি যানবাহন ও প্রটোকল ব্যবহারের বিষয়ে কারণ ব্যাখ্যা দিতে উভয়কে নির্দেশ দিয়েছেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।

বিষয়টি প্রসঙ্গে প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, যেহেতু আমি প্রার্থী না, সেহেতু সমস্যা হওয়ার কথা না।

এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আরব আলী যুগান্তরকে বলেন, সরকারি কাজ ছাড়া নির্বাচনি প্রচারণায় কখনো সরকারি গাড়ি ব্যবহার করিনি। নির্বাচনি কাজে আমি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করি।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা হাসান জানান, নির্বাচনি প্রচারণার কাজে সরকারি যানবাহন ও প্রটোকল ব্যবহার করায় তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম