লক্ষ্মীপুরে যুগান্তরের সাংবাদিক আজাদের মায়ের ইন্তেকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যুগান্তর পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের মা রেজিয়া বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ১০টার দিকে কমলনগর উপজেলার চরফলকন গ্রামের বাড়ি থেকে লক্ষ্মীপুরে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।
রেজিয়া বেগম কমলনগর উপজেলার চরফলকন গ্রামের আলী আহম্মদের স্ত্রী। তার স্বামী ২০২২ সালের ২৮ মার্চ মারা যান।
জানা গেছে, রেজিয়া বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থেকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ছেলেমেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার ছোট ছেলে সাজ্জাদুর রহমান যুগান্তর পত্রিকার রামগতি প্রতিনিধি ও কমলনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি। বাদ আসর কমলনগর উপজেলার চরফলকন গ্রামের বাড়িতে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।
