দুই প্রার্থীর নির্বাচন থেকে সরে যাওয়ার গুজব, প্রতিবাদে সংবাদ সম্মেলন
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:২৪ পিএম
বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার সৈয়দ কবির আহম্মেদ মিঠুর ফেসবুক আইডি হ্যাক করে ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগমের ভুয়া আইডি খুলে তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার মিথ্যা ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মিঠু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিঠু জানান, তিনি বগুড়া সদর আসনে ঈগল পাখি মার্কা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার দুপুর ১২টার দিকে জানতে পারি আমার ফেসবুক আইডি হ্যাক করে আমার প্রার্থিতা প্রত্যাহারের পোস্ট দেওয়া হয়েছে; যা পুরোপুরি মিথ্যা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বগুড়া জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার সাইফুল ইসলামকে অবহিত করা হয়েছে। পরে এ ব্যাপারে সদর থানায় জিডি করেছেন।
তিনি বলেন, আমার বিজয় নিশ্চিত জেনে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালিয়েছে। তবে তিনি তদন্তের স্বার্থে ওই প্রার্থীর নাম প্রকাশ করতে রাজি হননি।
সৈয়দ মিঠু অপপ্রচারকারী অপরাধীদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। অন্যথায় আবারো অপপ্রচার চালানো হতে পারে। এতে আমার নির্বাচনে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তিনি ভোটারদের ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে যাওয়ার আহবান ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু জিডি করেছেন। তদন্ত করে এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনেও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বিউটি বেগম নির্বাচন থেকে সরে গেছেন বলে প্রচারণা চালানো হয়। একটি ভুয়া ফেসবুক আইডি থেকে এটি প্রচার করা হয়েছে। ছবি ও ট্রাক প্রতীক বসিয়ে তাতে লেখা হয়েছে, ‘ব্যক্তিগত কারণে আমি এই নির্বাচন হতে আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। আমাকে সকলে ক্ষমা করবেন। ভবিষ্যতে আপনাদের সহযোগিতা কামনা করছি।’
শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।