বাগেরহাট-৩ আসনে বড় ব্যবধানে জিতলেন নৌকার প্রার্থী হাবিবুন নাহার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:০৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে ৯৬টি কেন্দ্রের ফলাফলে ৭৮ হাজার ৪৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী হাবিবুন নাহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন ৫৪ হাজার ৬৭৮ ভোট।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুই উপজেলার এ আসনে ২ লাখ ৫৪ হাজার ৮৫৮ জন ভোটার ও সাতজন প্রার্থী ছিলেন। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
