Logo
Logo
×

সারাদেশ

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, টিকটকার নিরব গ্রেফতার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, টিকটকার নিরব গ্রেফতার

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণের পর ধর্ষণের অভিযোগে পুলিশ প্রধান অভিযুক্ত শহরের পরিচিত টিকটকার নিরবকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাজশাহীর বাঘা উপজেলা থেকে নির্যাতিত ওই ছাত্রীকে পুলিশ উদ্ধারের পর নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছিল। পথে শহরের আলাইপুর এলাকায় মোটরসাইকেলযোগে আসা উত্তর বড়গাছা এলাকার মিন্টু মিয়ার ছেলে টিকটকার নিরব ও তার সহযোগী স্টেশনবাজার এলাকার নূর আলমের ছেলে পারভেজ ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে টিকটকার নিরব ও পারভেজকে অভিযুক্ত করে ওই স্কুলছাত্রীর বাবা নাটোর সদর থানায় মামলা দায়ের করেন। পরিবারের অভিযোগ স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে।

নাটোর থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে রাজশাহীর বাঘা এলাকা থেকে অসুস্থ অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। পরে দুপুরে ওই ছাত্রীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নাটোর আধুনিক সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মইনুল হক রিকু জানান, নির্যাতিত ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, প্রধান অভিযুক্ত টিকটকার নিরবকে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত পারভেজকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষক, ছাত্রী ও তাদের অভিভাবকরা।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম