বিয়ের ২ মাস পর যুবকের আত্মহত্যা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘায় শারীরিক অসুস্থতার কারণে বিয়ের ২ মাস পর নাইম হোসেন (২৫) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার সকাল ৮টার দিকে নিজ শয়নঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পুলিশ খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
নিহত নাইম হোসেন উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া গ্রামের মোহাম্মদ নান্নু মিয়ার ছেলে।
এ বিষয়ে নাইম হোসেনের মা নাজেরা বেগম জানান, দুই মাস আগে পাশে অমরপুর গ্রামের তামান্নার সঙ্গে বিয়ে হয় ছেলের। বিয়ের পর থেকে ছেলে শারীরিক অসুস্থতা অনুভব করে। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষায় তার প্রস্রাবের থলিতে ইনফেকশন ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শমতে ওষুধ সেবন করছে। এ নিয়ে ছেলের মধ্যে হতাশা ও বিষণ্ণতা কাজ করছিল।
চারদিন আগে অনুমতি নিয়ে ছেলের স্ত্রী তামান্না বাবার বাড়িতে যায়। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় ছেলে। শুক্রবার সকাল ছেলেকে ফোনে ঘরে কথা বলতে শুনেছেন তার মা। সকাল সাড়ে ৮টার দিকে ঘরের দরজা বন্ধ দেখে ডাকা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে প্রতিবেশির সহায়তায় জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে তীরের সঙ্গে ঝুলতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নাইমের স্ত্রী তামান্না বলেন, আমার ফোন নষ্ট থাকায় শুক্রবার সকাল ৭টার দিকে বাবার ফোনে নাইম ফোন করে আসতে চাই। আমি আসতে বলি। প্রায় পাাঁচ-ছয় মিনিট কথা হয়। পরে আর কথা হয়নি।
বাঘা থানার এসআই আবদুল আজিজ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।
