Logo
Logo
×

সারাদেশ

ইমুতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেম, ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১১:১৪ পিএম

ইমুতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেম, ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি

ধামরাইয়ে প্রেমিকার অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ভাইরালের হুমকি দিয়ে ৫ লাখ টাকা দাবি করার অভিযোগে মোহাম্মদ জুবায়ের হোসেনকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। জুবায়ের উপজেলার বালচাল গ্রামের বাসিন্দা।

জানা যায়, মানিকগঞ্জের এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে গভীর প্রেমের একপর্যায়ে ওই নারীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে জুবায়ের। ভুক্তভোগী ওই নারী জানান, ইমুতে আমার পরিচয় হয় প্রায় ছয় মাস আগে। এ পরিচয়ের সূত্র ধরে তার সঙ্গে আমার গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে আমার সরলতার সুযোগে আমার অশ্লীল ছবি ফেসবুকে ভাইরাল করার ভয় দেখিয়ে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। 

যুবক জুবায়ের হোসেন জানায়, ইমুতে ওই নারীর সঙ্গে আমার গভীর প্রেম হয়। আমার প্রয়োজনে আমি তার কাছে টাকা ধার চেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি ভাইরাল করার ভয় দেখে তার কাছে চাঁদা দাবি করিনি। আমার বিরুদ্ধে সে মিথ্যাচার করছে। 

ইমু প্রবাসী স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম