Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের ৮ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ এএম

নিখোঁজের ৮ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে আট দিন ধরে নিখোঁজ ফাইজা আকতার হালিমা (৮) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার রাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ হাজি নেয়ামত আলী সড়কের ইডেন নূর ইনস্টিটিউট অব টেকনোলজি নামক প্রতিষ্ঠানের পেছনে একটি জমি থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করা হয়।

নিহত ফাইজা ভোলা সদরের ৯নং ওয়ার্ডের গাজীরচর এলাকার কাসেম ব্যাপারী বাড়ির আকবর হোসেনের মেয়ে। তবে সে দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে হাটহাজারী উপজেলা শিকারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জসিমের ভাড়া ঘরে বসবাস করত।

মদুনাঘাট তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ (আইসি) মহিউদ্দীন সুমন বলেন, বিগত আট দিন ধরে শিশু ফাইজা নিখোঁজ ছিল। এর মধ্যে শনিবার বিকালে স্থানীয়রা তার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে আমাদের অবহিত করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

শিশু লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম