লালপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লালপুরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে; যা চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে মাঘের শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা লালপুর উপজেলার সাধারণ মানুষ। তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
আবহাওয়া অফিসের তথ্যমতে, উপজেলার ওপর দিয়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও শীতের দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে।
মঙ্গলবার লালপুর উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস; যা সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঘন-কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সোমবার থেকে বন্ধ রয়েছে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসজুড়েই তাপমাত্রা এরকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে এ মাসের ২৫ তারিখের পর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
